দীপাবলির আগে সুখবর । মঙ্গলবার শর্ত সাপেক্ষে দেশজুড়ে বাজি বিক্রি ও ফাটানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট তবে ফ্লিপ কার্ট, আমাজন বা অনলাইনে বাজি বিক্রি চলবে না।
২০১৬ সালে রাজধানী দিল্লিতে বাজি ফাটানোর ফলে শ্বাসকষ্ট হওয়ায় তিন শিশু আবেদন জানিয়েছিল শীর্ষ কোর্টে। দেশজুড়ে বাজি তৈরি ও ফাটানো নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তারপর সুপ্রিম কোর্ট দিল্লিতে বাজি ফাটানো ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। গত বছর সুপ্রিম কোর্ট সাময়িকভাবে বাজি বিক্রি ও ফাটানোর অনুমতি দেয়। এবার শর্ত সাপেক্ষে বাজি ফাটানো ও বিক্রি করা যাবে বলে রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের গঠিত বেঞ্চ আরো বলেছে, লাইসেন্সধারী কেবল বাজি বিক্রি করতে পারবে। কিন্তু তা কম মাত্রার হতে হবে। ফ্লিপ কার্ট, আমাজন বা অনলাইনে বাজি বিক্রি চলবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct