অবশেষে বিশ্বের যে কোনও জাতীয় ফুটবল দলের কোচেদের যোগ্যতার নতুন মানদণ্ড ঘোষণা করলো ফিফা। উল্লেখ করা হয়েছে, ২০১৯ সাল থেকে জাতীয় দলের কোচদের ন্যূনতম প্রো লাইসেন্স থাকতে হবে। ফিফার নতুন নিয়মে সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও ফিটনেস কোচের যোগ্যতার মানদণ্ডেও পরিবর্তন আনা হয়েছে। সহকারী কোচের থাকতে হবে ন্যূনতম ‘এ লাইসেন্স। এবং গোলরক্ষক কোচের থাকতে হবে লেভেল টু। নতুন এই নিয়মে বিপাকে পড়তে পারে বিশ্বের বিভিন্ন ফুটবল খেলিয়েদেশ। কারণ, বেশির ভাগ জাতীয় দলের কোচের প্রো লাইসেন্স নেই। ফিফার তরফ থেকে অবশ্য শীঘ্রই সব কোচকে প্রো লাইসেন্স করার জন্য আবেদন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct