বেলজিয়ামে অপহৃত হওয়ার পর ইউরোপে এক ছাত্রী জানিয়েছেন, নিজের স্মার্টফোনে লোকেশন খুঁজে বের করতে পারার ফলেই সে শেষ পর্যন্ত উদ্ধার হতে পেরেছে। ১৯ বছরের ওই তরুণী বলছেন, 'ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে পাঁচজন ব্যক্তি মিলে আমাকে অপহরণ করে। তারপর তিনদিন ধরে আমাকে নিকটবর্তী শারলেরোয় শহরের একটি ফ্ল্যাটে তালাবন্দী করে আটকে রাখা হয়।' অপহৃত তরুণী কোনোক্রমে নিজের মোবাইল ফোনটি নিজের কাছেই রাখতে সক্ষম হয়েছিলেন। ওই স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে তাঁর লোকেশন শনাক্ত করে ফেলে।তিনি দেখতে পান, ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার দূরের শারলেরোয় শহরের একটি ঠিকানায় তাঁকে আটকে রাখা হয়েছে। তারপর ওই তরুণী সেই ঠিকানাটি নিজের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, আর তার ভাই সঙ্গে পুলিশ এনে বোনকে সেই রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার করে। ফ্ল্যাটটি থেকে দু'জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেফতারও করে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct