রাজধানী দিল্লিতে আজ সোমবার অটো ও ট্যাক্সি চালকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। সরকারী নীতির প্রতিবাদে তাদের একদিনের এই চাক্কা জ্যামের ডাকে সাধারণ মানুষ বেশ বেকায়দায় পড়েছে। অটো ও ট্যাক্সি চালকদের সংগঠন সংযুক্ত সংঘর্ষ সমিতির ডাকা এই ধর্মঘটে শামিল অন্য বেসরকারি ট্যুর ও পরিবহন অপারেটররা। এ ব্যাপারে অল ইন্ডিয়া ট্যুর এন্ড ট্রান্সপোর্ট এসোসিয়েশনের মুখপাত্র ইন্দ্রজিৎ সিং বলেন, দিল্লি সরকারের নীতির জন্য এই চাক্কা জ্যাম। তাদের ভুল নীতির জন্য ভুগছে অটো ও ট্যাক্সি ড্রাইভাররা। তাই ঐনীতি পরিবর্তনের আহবান জানান তিনি। বিশেষ করে ভাড়া নিয়ে খুব সমস্যা রয়েছে। তাদের ফোরাম সরকারের এগিয়ে আসার অপেক্ষায় রয়েছে আছে বলে ইন্দ্রজিৎ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct