২০২৩ সালে ভারতের মাটিতে বসতে চলে ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ১০টি দল। আর এই ১০ দল বাছাইয়ের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২৩ সালের বিশ্বকাপের জন্য মোট ৩২টি দলের মধ্যে বাছাই হবে। আর এই বাছাই পর্ব হবে ছয়টি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। এদের মধ্যে ১৩টি দল অংশগ্রহণ করবে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে। এরই মধ্যে এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। সেই এই ১৩টি দলের তালিকায় থাকছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস। প্রতিটা দল ২৪টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে প্রথম ৮টি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দু'টি দলকে কষ্ট করেই বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct