ইউরোপ ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে মুসলিম মহিলাদের হিজাব ও নিকাব পরা নিষিদ্ধ করেছে। এবার সে পথে হাঁটল আফ্রিকার দেশ আলজেরিয়াও।
আলজেরিয়ায় সরকারি কর্মক্ষেত্রে নারীদের নেকাব (সম্পূর্ন মুখ ঢাকা ইসলাম8 পোশাক) ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আলজেরিয়া সরকারের তরফে এই মর্মে নির্দেশ জারি করা হয়েছে।
সরকারি পোশাক রীতির কথা উল্লেখ করে ওই নোটিশে যদিও বলা হয়েছে নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য। তবু আলজেরিয়া সরকার নির্দেশিকায় জানায় সরকারি কর্মক্ষেত্রে নিকাব পারে থাকলে মহিলাদের মুখ দেখে চেনা যায় না। কর্ম ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। তাই মহিলাদের শনাক্তকরণের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার কর্মচারীদের কর্তব্য ও সরকারি কর্মকর্তাদের পোশাক রীতি নিয়ে জারি করা নির্দেশিকায় মহিলাদের প্রতি বলা হয়েছে তারা যেন এই নির্দেশিকাকে মান্যতা দেয়।
তবে সরকারের এমন সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন সেখানকার সংখ্যালঘু সালাফি সম্প্রদায়। তাদের দাবি নেকাব নারীদের কাজের ক্ষেত্রে কোনোভাবেই বাধা সৃষ্টি করে না।
উল্লেখ্য এর আগে আলজেরিয়া সরকার ছাত্রীদের স্কার্ফ বা হিজাব পারে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct