একেই বলে ভাগ্য। হারতে হারতে একেবারে খেলার শেষ মিনিটের মাথায় গোল পেয়ে পরাজয় থেকে রেহাই পেল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করেন দর্শকরা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শেষের বাঁশি বাজবার ঠিক আগে গোল পেয়ে তাদের যায় আটকে দিল চেলসি। নিজেদের স্টামফোর্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালই করেছিল চেলসি। ২১তম মিনিটে জার্মান ডিফেন্ডার রুডিগারের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে পরপর জোড়া গোল দেয় ম্যানচেস্টার। জয়ের স্বপ্ন দেখান অ্যান্থনি মার্শিয়াল। ৫৫ ও ৭৩তম মিনিটে গোল পান ম্যানইউর এই ফরাসি স্ট্রাইকার। এরপর রক্ষণাত্মক কৌশল নিতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ লগ্নে চেলসিকে সমতাসূচক গোল এনে দেন ইংলিশ উইংগার রস বার্কলি।
এর ফলে চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয় চেলসি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান অষ্টম। চলতি আসরে আট ম্যাচে সমান ১৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct