আজ রোববার নেতাজি সুভাষ চন্দ্র বসুর গঠিত আজাদ হিন্দ ফৌজের ৭৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের অবদানের কথা মনে রেখে কেন্দ্রীয় সরকারের তরফে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় লালকেল্লায়। আজাদ হিন্দ ফৌজের ৭৫তম বার্ষিকী অনুষ্ঠানে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের প্রেরণা। আজাদ হিন্দ বাহিনী গড়া হয়েছিল ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। নেতাজি গঠিত আজাদ হিন্দ সরকার প্রতিটি ভারতীয়র জন্য। সুভাষ চন্দ্র বসু এক দেশে সবার জন্য সমানাধিকার চেয়েছিলেন। দেশের সার্বিক উন্নয়নে চেয়েছিলেন। এতদিন পর সেই স্বপ্ন সফল হয়েছে বলে দাবি করেন মোদি। মোদি বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু সকল মানুষের জন্য অনুপ্রেরণা।
উল্লেখ্য ১৯৪৩ সকের ২১ অক্টোবর আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল।
এদিন আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে লালকেল্লায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রবীণ সদস্য আর এস চিকারা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct