ন্যু ক্যাম্পে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয় পেলেও বার্সেলোনার কপালে দুশ্চিন্তার ছাপ। কারণ একটাই, ওই ম্যাচে চোট পাওয়ায় আগামী তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না মেসি। শনিবার রাতে
সেভিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। গোল পেয়েছেন মেসি, কুটিনহো, সুয়ারেজ ও রাকিটিচ। তারপরও মেসির চোট নিয়ে চরম অস্বস্তির মধ্যে পড়েছে বার্সেলোনা।
সেভিয়ার ম্যাচে ১৪ মিনিটের মাথায় ভাজকেজের সঙ্গে বল দখল করতে গিয়ে পড়ে গিয়ে চোট লাগে মেসির। এরপর হাতে ব্যান্ডেজ করে মাঠ ছাড়তে হয় তাকে।
ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়েছে মেসির কবজির ওপরের হাড়ে চিড় ধরেছে। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক্তারি পরীক্ষায় জানা গেছে মেসির ডান হাতের কবজির ওপরের হাড়ে চিড় ধরেছে। তাঁকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
অথচ এই সময়ের মধ্যে লড়তে হবে মর্যাদাপূর্ণ এলক্লাসিকো ও চ্যাম্পিয়নস লিগের শক্ত প্রতিপক্ষ ইন্টার মিলানের বিপক্ষে। আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামবে বার্সেলোনা। কিন্তু মেসিকে পাচ্ছে না বার্সেলোনা। ৭ নভেম্বর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা। সেখানেও অনিশ্চিত। মাঝে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এলক্লাসিকো। এসব দুঃশ্চিন্তা নিয়ে অবশ্য কোচ ভালভারদে বলেছেন, আমাদের নিজেদের তৈরি করতে হবে। যদিও এটা ঠিক যে মেসির অভাববোধ করব আমরা। তবে তার দাবি মেসির অভাব পূরণ করার মতো খেলোয়াড় আছে বার্সেলোনার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct