গ্যাস কাটার দিয়ে পুরো এটিএম মেসিন কেটে সেখান থেকে চুরি গেল প্রায় ৩২ লক্ষ টাকা ৷ এসবিআই এটিএমের সমস্ত টাকা চুরি করার আগে ভেঙ্গে নষ্ট করা হয়েছে সিসিটিভি ক্যামেরা গুলিকেও ৷ কিন্তু তার আগের মুহুর্তের ছবি গুলি ক্যামেরার প্রধান সার্ভারে রয়েছে বলে ধারনা তদন্ত কারিদের ৷ ঘটনা খড়্গপুর শহরের মালঞ্চ এলাকার ৷
খড়্গপুর শহরের মালঞ্চ এলাকাতে বেশ কয়েকটি রাষ্টায়ত্ব ব্যাঙ্কের শাখা ও তার এটিএম কাউন্টার রয়েছে ৷ বড় মার্কেট এই মালঞ্চে রয়েছে স্টেট ব্যাঙ্ক এর শাখা ও এটিএম কাউন্টারও ৷ এক ব্যক্তির বাড়ির নিচের তলাতে ওই এটিএম কাউন্টার করতে ব্যাঙ্ক ভাড়া নিয়েছে ৷ শুক্রবার সকালে ওই বাড়ির মালিক দেখেন কাউন্টারটি বাইরে থেকে লাগানো ৷ রাতে দেখেছিলেন সেটি খোলা রয়েছে ৷ অথচ সকালে সেটি দীর্ঘক্ষন বন্ধ থেকে সন্দেহ প্রকাশ করেন ৷ বেলা গড়াতে সেই কাউন্টারটির শার্টার খোলেন ৷ সেটি খুলতেই দেখা যায় ভেতরে পুরোপুরি অন্ধকার ,সমস্ত জিনিসপত্র ছিটিয়ে ছড়িয়ে পড়ে রয়েছে ৷ এটিএম মেসিনটি ভেঙ্গে লন্ডভন্ড অবস্থায় রয়েছে ৷ সঙ্গে সঙ্গে তিনি ব্যাঙ্ক ও পুলিশকে জানান ৷ পরেই সেখানে ব্যাঙ্ক ও খড়্গপুর টাউন থানার পুলিশ হাজির হয় ৷ দেখা যায় কেউ বা কারা কাউন্টারের ভেতরে সিসিটিভি ভেঙ্গে গ্যাস কাটার দিয়ে এটিএম মেসিন কেটে সমস্ট টাকা নিয়ে পালিয়েছে ৷
ব্যাঙ্ক সুত্রে খবর- মালঞ্চে থাকা এসবিআই এর ওই কাউন্টারে বৃহস্পতিবার সন্ধাতে টাকা ভর্তি করেছিল দায়ীত্ব প্রাপ্ত কর্মীরা ৷ সন্ধার সময়ে ৩২ লক্ষ টাকা এটিএমটিতে ঢোকানো হয়েছিল ৷ এরপরে রাতে একজনই দশ হাজার টাকা তুলেছেন ৷ তারপর আর কোনো টাকা তোলা হয় নি ৷ অর্থাত ৩২ লক্ষের মধ্যে মাত্র ১০ হাজার টাকা তোলা হয়েছিল ৷ ঘটনার তদন্তে আসে খড়্গপুরে পুলিশের এসডিপিও সন্তোষ মন্ডল ৷ তদন্তের পরে তিনি বলেন “ সিসিটিভিতে চুরির সময়কার অনেক ফুটেজই থাকার কথা ৷ সেসব ক্ষতিয়ে দেখছে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে৷ ” তদন্তের অপেক্ষায় ব্যাঙ্ক কর্তারা ৷
খড়্গপর শহরে এর আগেও একবার একটি এটিএম মেসিনকে অনুরুপ ভাবে কেটে টাকা লুঠের চেষ্টা হয়েছিল ৷ কিন্তু সেবার সফল হয় নি ৷ এবার তা হয়েছে ৷ খড়্গপুর শহরে এই ধরনের ঘটনা প্রথম ঘটল ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct