সংসদীয় নির্বাচনের দিন রক্তাক্ত হল আফগানিস্তান আফগানিস্তানে শনিবার সেখানে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত একমাস ধরে বিভিন্ন সময়ে নির্বাচন প্রার্থীদের উপর হামলা হয়েছে। মারা গেছেন অনেক প্রার্থী। নির্বাচনের দিনেও হামলা থেকে রেহাই পেল না আফগানিস্তান। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে আত্মঘাতী হামলা চালানোর কমপক্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২৬যান গুরুতর আহত হয়েছে। আফগানিস্তানের ডেপুটি স্বরাষ্ট্র মন্ত্রী আখতার মুহাম্মাদ ইব্রাহিমি জানিয়েছেন শনিবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং চলে সন্ধ্যা ছটা পর্যন্ত।
মুহাম্মাদ ইব্রাহিমি জানিয়েছেন, ভোট শুরুর আগে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ১৯৩টি আক্রমণ হয়।
কবুল সহ ৭৬টি জায়গায় আফগান নিরাপত্তা বাহিনী তল্লাশি চালালে তাদের সঙ্গে তালিবানদের ব্যাপক সংঘর্ষ হয়। মন্ত্রী আরো জানান, ওইসব ভোট কেন্দ্রে ২৭যান সাধারণ মানুষ ও ১০০ যান গুরুতর আহত হয়েছে। এছাড়া আফগান নিরাপত্তা বাহিনীর ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। এর পাশাপাশি ৩১ জন তালিবান নিহত হয়েছে।
এই হামলার পরও আফগান প্রেসিডেন্টের মুখপাত্র হারুন ছাকনসরি দাবি করেছেন, নির্বাচন সফল হয়েছে ও জঙ্গিদের পরাজয় হয়েছে।
উল্লেখ্য আফগানিস্তানে সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে প্রায় ৭০ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।তা সত্ত্বেও তালিবানদের আক্রমণ রক্ষা যায়নি। যদিও তালিবানরা এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct