মালদ্বীপে সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হচ্ছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম মুহাম্মদ সোলিহ জয়ী হয়েছেন। যদিও মালদ্বীপের সংবিধান অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিনের মেয়াদ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
ইতিমধ্যে মালদ্বীপের জাতীয় নির্বাচন কমিশনের সচিব সালাহ রাশিদ সরকারি ভাবে সোলিহকে জয়ী হিসাবে ঘোষণা করেন। কিন্তু এই হার মেনে নিতে পারেননি ইয়ামিন। তিনি নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
তবে ষড়যন্ত্রের অভিযোগ এর আগেও করেছিলেন।
এ বছরের শুরুতে প্রেসিডেন্ট ইয়ামিনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল কয়েক জনের বিরুদ্ধে। তার মধ্যে অন্যাকম হলেন মাল দ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ও তার সৎ ভাই মামুন আব্দুল ঘাইয়ুম।
সেই অভিযোগের ভিত্তিতে ঘাইয়ুম ও মালদ্বীপের প্রধান বিচারপতিসহ আরো এক বিচারপতিকে এ বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছিল। ঘাইউমকে ১৯ মাসের কারাদণ্ডও দেওয়া হয়। ইয়ামিনের পরাজয়ের এক মাসের মধ্যেই প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আবদুল ঘাইয়ুমকে মুক্তি দিয়েছে মাল দ্বীপের আদালত। উল্লেখ্য, গাইয়ুম ছিলেন মালদ্বীপের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct