মসজিদ ও ইসলামিক সেন্টার পুড়িয়ে দেওয়ার দায়ে এক ব্যক্তিকে ২৪ বছরের জেল হল। ২০১৭ সালের ২৮ জানুয়ারি মার্ক পেরেজ নামে ২৬ বছর বয়সী এক যুবক টেক্সাসে ভিক্টোরিয়া ইসলামিক সেন্টারে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগিয়ে দেয় সংলগ্ন মসজিদেও। ইসলাম বিদ্বেষী মনোভাব থেকেই মার্ক ওই কাজ করেছিল। এক সপ্তাহ ধরে শুনানি চলার পর বুধবার টেক্সাসের জেলা আদালতের বিচারক জন রাইনে মার্ক পেরেজকে দোষী সাব্যস্ত করেন। তারপর তাকে ২৪ বছরের জেল ঘোষণা করেন।
আদালতের রায়ের বরাত দিয়ে বিচার বিভাগের (ডিওজে) এক বিবৃতিতে বলা হয়, আগুন দিয়ে পোড়ানোর এক সপ্তাহ আগে ২৬ বছর বয়সী এ ব্যক্তি মসজিদের অবকাঠামো ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তা দেখে আসে। পেরেজ সেন্টারের কাগজপত্র জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিতে লাইটার ব্যবহার করে বলে এক সাক্ষী জানান।
বিচার বিভাগ আরো বলে, এ দেশের কেউ প্রকাশ্যে তাদের কারো ধর্মপালনে বাধা সৃষ্টি করা যায় না। কাউকে আতঙ্ক গ্রস্ত কারো অপরাধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct