চোরা পথে বাংলাদেশের তাঁতের শাড়ি দক্ষিণ দিনাজপুরে আসার জন্য গঙ্গারামপুরের তাঁত শ্রমিকদের মাথায় হাত। কারন সারা বছর তাঁত শ্রমিকরা তাঁত বুনে পুজোর এই সময়টা অপেক্ষা করে থাকেন কবে তাদের বোনা শাড়ি বাইরে যাবে এবং প্রচুর টাকা উপার্জন হবে। কিন্তু এবার পুজোর সময় অধিকাংশ ব্যবসায়ী তাঁদের কাছ থেকে শাড়ি না নিয়ে বাংলাদেশ থেকে চোরা পথে শাড়ি নিয়ে এসে অনেক কম দামে বিক্রি করছেন। তাই গঙ্গারামপুর এলাকার প্রায় ৫-৭ হাজার তাঁত শ্রমিকের ব্যবসায় এবার মন্দা। তার একমাত্র কারণ চোরা পথে আসা ওপার বাংলার শাড়ি। সে'জন্য গঙ্গারামপুরের তাঁত শ্রমিকদের হাতে তৈরি করা শাড়ি তাঁদেরই ঘরের শোভা বাড়িয়ে চলেছে। তাঁত শ্রমিক সংগঠন বহুবার প্রশাসনকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।
তাঁত মালিক গণপতি বসাক জানান, গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর এলাকায় প্রচুর তাঁত শ্রমিক আছেন। পুজোর মুখে শাড়ি তৈরির জিনিসপত্র সহ অন্যান্য জিনিসের দাম বেড়ে যাওয়ায় তাঁতের শাড়ি বিক্রি বন্ধের মুখে। কারণ চোরা পথে এদেশে বাংলাদেশের শাড়ি আসার জন্য তাঁদের হাতে তৈরি শাড়ি ঘরের মধ্যে পড়ে রয়েছে। এই এলাকার তাঁত শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। মাথায় হাত তাঁতিদের। গঙ্গারামপুর পৌরসভার হালদারপাড়া ,বসাকপাড়া ছাড়াও মহারাজপুর এলাকার একাংশ জুড়ে তাঁত শ্রমিকরা রয়েছেন।
গঙ্গারামপুর পৌরসভার চেয়ারমান প্রশান্ত মিত্রকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমরা তাঁত শ্রমিকদের সাথে কথা বলব। এবং কীভাবে বাংলাদেশের শাড়ি এপারে আসছে তা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct