ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল তাদের ক্রোট মিডফিল্ডার লুকা মডরিচও ক্লাব ছাড়তে পারেন। এবং রিয়াল মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যেতে পারেন। যদিও এদিন মডরিচ জানিয়ে দিয়েছেন তিনি কখনোই লিওনেল মেসির সতীর্থ হবেন না।
ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মডরিচ বলেন, 'মাদ্রিদে রোনাল্ডোর সঙ্গে ছয়টা অসাধারণ মরসুম কাটিয়েছি। সেখানে আমাদের মাঝে দারুন বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। ' তিনি আরও বলেন, 'এখন সে ক্লাব চলে গিয়েছে এবং আমাদের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে। আমরা একজন আরেকজনকে বার্তা পাঠাই। যদিও অনেকে এটাকে সত্য বলতে রাজি নয়, কিন্তু আমি এটা বলতে পারি আমরা এখনও ভালো সম্পর্ক বজায় রেখেছি। '
ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত এক মরসুম কাটানোর পর চলতি বছরের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে মডরিচকে। রোনাল্ডোর পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিন ইউরোপ সেরার মুকুট জিতেছেন এই ৩৩ বছর বয়সী তারকা। একইসঙ্গে গত বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বাদও পেয়েছেন তিনি।
এদিকে, লা লিগায় মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা যায় মডরিচকে। নিজের সতীর্থ হিসেবে তাকে দেখার কোনো ইচ্ছে তার নেই বলেই জানালেন এই মাদ্রিদ তারকা। তিনি বলেন, 'আমি তার বিপক্ষে খেলি, তার সঙ্গে নয়। অবশ্যই মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু আমি তার সঙ্গে কখনোই খেলব না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct