পিএসজি দলের ব্রাজিলিয়ান স্টার ফুটবলার নেইমার আবার ফিতে চাইছেন পুরানো দল বার্সেলোনায়। বিভিন্ন স্প্যানিশ পত্রিকায় নেইমারের এই ইচ্ছার কথা প্রকাশিত হয়েছে। খবরে বলা হচ্ছে নেইমার নিজেই যোগাযোগ করছেন বার্সেলোনার সঙ্গে।
এ ব্যাপারে স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন নেইমার।
উল্লেখ্য, বর্তমানে ব্রাজিলের সেরা ফুটবলার নেইমার ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে চলে যান। কিন্তু বছর না শেষ হতে না হতেই নেইমার বার্সেলোনায় ফিরছেন এই জল্পনা এখন তুঙ্গে স্প্যানিশ মিডিয়ায়।
একটি স্প্যানিশ পত্রিকা বলেছে, বার্সার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগও করেছেন নেইমারের প্রতিনিধিরা। বার্সেলোনায় ফিরতে ক্লাবটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ফের সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন নেইমার।
কিন্তু তার ফেরা কতটা সহজ হবে তা নিয়ে ধন্দ রয়েছে। প্রথমত পিএসজি নেইমারকে ছাড়তে চাইবে কিনা। আর দ্বিতীয়টি নেইমারকে নেওয়ার মতো বার্সেলোনার এত পয়সা আছে কিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct