নোবেলের মতো না হলেই সাহিত্যে উৎকর্ষতার জন্য ম্যান বুকার পুরস্কার কম মর্যাদা পূর্ণ নয়। এ বছর ‘মিল্কম্যান’ উপন্যাসের জন্য
ম্যান বুকার পুরস্কার পেলেন আইরিশ লেখিকা আনা বার্নস। বিশেষ করে ইংরেজি সাহিত্য জগতে ম্যান বুকার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার।
ব্রিটেন, আয়ারল্যান্ড ও কমনওয়েলথভুক্ত দেশে বসবাসকারী লেখকদের সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয় থাকে। ম্যান বুকার পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। তবে ২০১৪ সাল থেকে মার্কিন নিবাসী লেখকরসও ম্যান বুকারের জন্য বিবেচিত হচ্ছেন।
মঙ্গলবার লন্ডনের গিল্ড হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ২০১৮ সালের ম্যান বুকার পুরস্কারে ভূষিত করা হয় আনা বার্নসকে। এই পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড।
ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা রোজমেরি ৫৬ বছর বয়সী আনা বার্নসের হাতে পুরস্কার তুলে দেন। আনা বার্নস নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে জন্মগ্রহণ করেন।বিচারক প্যানেলের চেয়ারপারসন কোয়ামে অ্যান্থনি অ্যাপিয়াহ ‘মিল্কম্যান’কে
বুকার পুরস্কারের জন্য ঘোষণা করার পর বলেন, এর আগে কখনো আমরা এ ধরণের উপন্যাস পড়িনি। আনা বার্নসের বিস্ময়কর লেখনীতে প্রথাগত ধ্যান-ধারণাকে খুবই সুন্দরভাবে চ্যালেঞ্জ করা হয়েছে।
‘মিল্কম্যান’ উপন্যাসটি লেখা হয়েছে গত শতকের ৭০-এর দশকে উত্তর আয়ারল্যান্ডে ক্যাথোলিক-প্রটেস্টান্ট সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে। নারী, পুরুষ, ক্ষমতা ও এসবের অন্তর্গত দ্বন্দ্ব ও সহিংসতাকে সুনিপুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসটির মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct