স্পেনের এক নম্বর ক্লাব বার্সেলোনা ছেড়ে এই মুহূর্তে তুরস্কের লিগে খেলছেন আরদা তুরান। ক'দিন আগে ইস্তাম্বুলের নৈশ ক্লাবে খ্যাতনামা পপ গায়ক বেরকেকে ঘুষি মেরে নাক ভেঙেছিলেন তিনি। তুরস্কের সংবাদমাধ্যম জানিয়েছে, এই কাজের জন্য তুরানের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছেন সেখানকার প্রধান সরকারি কৌঁসুলি। ৩১ বছর বয়সী মিডফিল্ডারের সাড়ে ১২ বছর কারাভোগের শাস্তি চায় সরকারি কৌঁসুলির অফিস।
তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইস্তাম্বুলের সেই নৈশ ক্লাবে সস্ত্রীক গিয়েছিলেন বেরকে শাহিন। সেখানে তুরানও ছিলেন। বেরকের জীবনসঙ্গী ওজলেম আদা শাহিনকে নাকি পটানোর চেষ্টা করেছিলেন তুরান। কিন্তু ইস্তাম্বুল বাশাখশেহির তারকা ভদ্রতার ধার ধারেননি।
সংবাদমাধ্যমকে শাহিন তখন জানিয়েছিলেন, তুরান নৈশ ক্লাবে ওই সময় তাঁকে বলেছেন ‘নিজের স্ত্রী না থাকলে আমি তোমার প্রতি ঝুঁকতাম।’ তুরানের এমন আচরণে শাহিন বেশ বিরক্তি বোধ করেন এবং ঘটনাটা বেরকের কানেও যায়। এ নিয়ে তাঁর সঙ্গে তর্কাতর্কি ও কথা-কাটাকাটির একপর্যায়ে বেরকের গায়ে হাত তোলেন তুরান। ঘুষি মেরে বেরকের নাক ভেঙে দেন।
এখানেই শেষ নয়। তাৎক্ষণিকভাবে বেরকেকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তুরান গভীর রাতে অস্ত্র নিয়ে সেই হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি বেরকেকে বলেছেন, ‘আমি জানতাম না সে তোমার জীবনসঙ্গী। দুঃখিত, আমাকে মেরে ফেলো।’ তুরানের বিরুদ্ধে যৌন নিপীড়ন, অবৈধ অস্ত্র রাখা, জনসাধারণের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা ও রক্তাক্ত করার অভিযোগপত্র গঠন করেছেন ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct