বাড়ির বাইরে আপনি যায় করুন না কেন বাড়িতে কিন্তু একজনই সব কিছুর দায়িত্ব পালন করে থাকেন। তিনি আর কেউ না তিনি হচ্ছেন মা। তিনি একার কাধে সমস্ত দায়িত্ব পালন করে যান। সে রান্নাবান্না হোক কিংবা অর্থনৈতিক উপদেষ্টা কিংবা মানসিক সমস্যায় কাউন্সেলিং সব কিছুর সমাধান করে থাকেন।
ইন্টারনেট, ইউটিউবের যুগ আসার আগে রূপ চর্চার নানা টিপসও তারাই দিতেন। কিভাবে ত্বক মসৃণ হবে, দীর্ঘ কালো চুল হবে ঘরোয়া নানা সামগ্রীর ব্যবহার করেই সেগুলো অর্জনের চেষ্টা চলতো।
খাওয়ার সামগ্রী দিয়ে ঘরোয়া-ভাবে রূপচর্চা কিভাবে করা যায় দেখে নিন।
ত্বক মসৃণ করতে বেসন : ছোলার বেসনে জল দিয়ে থকথকে করে মাখিয়ে নিতে হবে। তার পর সেগুলো ত্বকে মাসাজ করতে হবে। কিছুক্ষণ রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কিন্তু বেসন তো আর ত্বকে লাগানোর জন্য বানানো হয়না। তাই রূপ চর্চায় এর ব্যবহারে সতর্ক থাকতে হবে।
ত্বকের আর্দ্রতায় ঘি : ঘি খুব আঠালো বস্তু। এটি ব্যবহার করলে আর্দ্রতার হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু ঘি তে যে উচ্চমাত্রায় চর্বি রয়েছে তা ত্বকের লোমকূপ বন্ধ করে দিতে পারে।
নরম চুল পেতে ডিম : খসখসে চুল অনেকেরই পছন্দ না। বিউটিশিয়ানরা বলে থাকেন শ্যাম্পুর পরে কন্ডিশনার দিলে চুল নরম হয়।
চুলে ডিম মাসাজ করে তা ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তাতে চুল নরম হয়। কাচা ডিমের গন্ধ একদম সুখকর না হলেও বহু মেয়েদের এটি ব্যাবহার করে থাকেন।
আমাদের চুলের গোড়ায় রয়েছে প্রচুর প্রোটিন। আমাদের শরীরে যদি সঠিক পরিমাণে প্রোটিন থাকলে সেটি চুলের গোঁড়াকে শক্ত করে। এতে চুল ভাঙা বা আগা ফাটা কমে যায়।
চুল চকচকে করতে ভিনেগার : কুচকুচে কালো লম্বা চুলে মেয়েদের খুব সুন্দর দেখায়। সুন্দর মেয়েদের যখন বর্ণনা দেয়া হয় তখন চেহারার সাথে সাথেই চুলের কথা বলা হয়ে থাকে।
এক বাটি হালকা গরম জলে ভিনেগার গুলিয়ে তা দিয়ে সপ্তাহে অন্তত একবার চুল ধুলে চকচকে কালো চুল পাওয়া যায়। ভিনিগারে যে পরিমাণ অ্যাসিড রয়েছ তা যা চুলে জমা যেকোনো ময়লা পরিষ্কার করার ক্ষমতা রাখে। তার ফলে চুল চকচক করে। তবে যাদের চুল শুষ্কও তাদের এটি ব্যবহার করা উচিত নয়।
লেবুর রস দিয়ে ব্লিচ করা : শরীরের লোম অনেকের অপছন্দ। তাই হাত, পা ও মুখমণ্ডলের ত্বকের অতিরিক্ত লোম তুলে ফেলেন। অনেকে আবার পাতলা লোম ব্লিচ বা সাদা করেন।
আপনি যদি লেবুর রসে মধু ভাল করে মিশিয়ে লোমের উপর লাগিয়ে ২০ মিনিট সূর্যের আলোতে বসে থাকেন তাহলে লোমের রঙ হালকা হয়। কিন্তু ২০ মিনিট সূর্যের আলোতে বসে থাকলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct