লজ্জার মুখে পড়ল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ইন্ডিয়ান এয়ারলাইনসের এয়ার ইন্ডিয়া বিমান কর্তৃপক্ষ। এক জনস্বার্থ মামলায় চন্ডীগড় হরিয়ানা হাইকোর্ট এয়ারইন্ডিয়াকে হল, তোমাদের উচিত দেশে ও বিদেশে চলাচল করা তোমাদের সব বিমান বন্ধ করে দেওয়া। কেন এয়ার ইন্ডিয়ার বিমান বন্ধ করা হচ্ছে না সেই প্রশ্নও তোলে আদালত।
মোহালি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন জনস্বার্থ মামলা করেছিল চন্ডীগড় হরিয়ানা হাইকোর্টে।সেই মামলার শুনানিতে মঙ্গলবার চন্ডীগড় হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি কৃষ্ণ মুরারিও বিচারপতি অরুণ পল্লীর গঠিত বেঞ্চ এয়ার ইন্ডিয়ার খুব খারাপ মানের বিমান পরিষেবা নিয়ে তুলধনা করেন। এয়ার ইন্ডিয়া চন্ডীগড় ব্যাংকক বিমান পরিষেবা বন্ধ করায় মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট এই মন্তব্য করে। যদিও এর ইন্ডিয়ার তরফে বলা হয় এই রুটে ৮ কোটি টাকা লোকসান চলছে। আর ৬৫ শতাংশ আসন পূর্ণ হয় না। তখন আদালত বলে আপনারা কেন দেশে ও বিদেশে বিমান চলাচল বন্ধ করছেন না। অবিলম্বে সব বিমান চলাচল বন্ধ করা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct