স্বঘোষিত গডম্যান রামপালকে দ্বিতীয়বারও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল হরিয়ানার হিসার জেলা আদালত। এবার অন্য একটি হত্যা মামলায় রামপাল ও তার১৩ সঙ্গীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বুধবার হিসার জেলা আদালতের অতিরিক্ত সেশন জজ দেশরাজ চলিয়া এই রায় দেন। এই নিয়ে দু দুবার রামপালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হল।উল্লেখ্য, গতকাল ১৬ অক্টোবরও গডম্যান রামপালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল হরিয়ানার হিসারের এই জেলা আদালত। দুজনের হত্যার ঘটনায় গত ১১ অক্টোবর ৬৭ বছর বয়সী রামপাল ও তার ২৬ সঙ্গীকে দোষী সাব্যস্ত করেছিল হিসার আদালত। তাতে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়। ২০১৪ সালে রামপালের বারওলার সতলোক আশ্রামে চারজন মহিলা ও এক শিশুর মৃতদেহ পাওয়া যায়। এছাড়া আরো এক তার মহিলা ভক্তর দেহ পাওয়া যাওয়ায় রামপালের বিরুদ্ধে হত্যার মামলা রুজু হয়। এরপর পুলিশ সতলোক আশ্রম থেকে ১৫ হাজার ভক্তকে বের করে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। তারপর তাকে গ্রেফতার করা হয়।গত বছর হিসার আদালত ১১ বছরের কেসে তাকে বেকসুর খালাস করে।তবে তার আশ্রমে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হন।রামপাল সতগুরু রামপালজি মহারাজ বলে পরিচিত।পাঞ্জাব ও হরিয়ানার তার ১০০টি ডেরা আছে। কিন্তু একের পর তার আশ্রমে মৃত্যুর ঘটনা তাকে বিপদে ফেলে দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct