নিখোঁজ সাংবাদিক জামাল খাসোগিকে নিয়ে বেশ বিপদে রয়েছে সৌদি আরব। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন এ নিয়ে ক্ষুব্ধ হওয়ায় অস্বস্তিতে সৌদি আরব। এর জেরে সৌদি আরবের ডাকা অর্থনৈতিক সম্মেলন বয়কট করছে বিদেশি সংস্থাগুলি। সেই তালিকায় নাম লেখার বিশ্বের সেরা ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল কোম্পানি।
আগামী ২৩ অক্টোবর থেকে তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তার আগে একের পর বয়কট সৌদি আরবকে সংকটে ফেলছে। বিশ্বের বহু আন্তর্জাতিক কোম্পানি ও প্রতিষ্ঠান আসন্ন এ সম্মেলন বয়কটের ঘোষণা দেওয়ার পর গুগল ক্লাউডের প্রধান নির্বাহী ডায়ান গ্রিন যান8য়েছেন তারা সৌদি আরবের অর্থনৈতিক সম্মেলন হাজির হচ্ছেন না।
ডায়ান গ্রিন জানান, গুগল কোম্পানির ‘অ্যালফ্যাবেট ইঙ্ক’ হচ্ছে সর্বশেষ কোম্পানি যারা সৌদি সম্মেলনে অংশ নেবে না। এর আগে উবের, গাড়ি সংস্থা ফোর্ড, মার্কিন বহুজাতিক ব্যাংক জেপি মর্গান এই সম্মেলনে না থাকার কাটুন জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওই সম্মেলন বয়কট করবে বলে জানিয়েছে। এদের ।মধ্যে উল্লেখযোগ্য হল সিএনএন, দ্যা ফিন্যান্সিয়াল টাইমস, নিউ ইয়র্ক টাইমস, সিএনবিসি, ব্লুমবার্গ, ফক্স নিউজ।
এর ফলে সৌদি আরবে বিদেশি বিনিয়োগের জন্য যে চেষ্টা চালাচ্ছেন সৌদি যুবরাজ তা বিফলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct