চেকপোস্টে তালিবানদের চলন্ত গাড়ি পিষে মারল ৭ আফগান সেনাকে আফগানিস্তানে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই হামলার ঘটনা বাড়ছে। সোমবার উত্তর আফগানিস্তানের সমঙ্গন প্রদেশে তালিবানদের আক্রমণে ডেপুটি পুলিশ প্রধানসহ সাতজন আফগান নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। এখবর জানিয়েছেন সমঙ্গন প্রদেশের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিমি।
এদিন লোয়ার দারী সুফ জেলায় বিভিন্ন পুলিশ চেকপোস্টে তালিবানরা হামলা চালায়। এ ব্যাপারে সমঙ্গন প্রদেশের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিমি জানান, আক্রমনকারীরা দুটি গাড়ি বোঝাই করে অস্ত্রশস্ত্র নিয়ে এম্বুলেনস সঙ্গে করে এসে হামলা চালায়। চেকপোস্টে গাড়ি চালিয়ে দেওয়ায় ৭জন আফগান সেনার মৃত্যু হয় অবেশ কয়েকজন আহত হয়। এর8 নিরাপত্তা জোরদার করা হয়।
গত রোববারও এক আক্রমণে ১৭জন আফগান সেনা নিহত হয়েছিল।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর নির্বাচন। তার আগে হামলার বহর বাড়ছে।
গত ২৮ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। তারপর থেকে ইতিমধ্যে বেশ কয়েকবার আত্মঘাতী হামলা হয়েছে। অবশ্য তালিবানরা এই নির্বাচন বয়কট করছে। তবে নির্বাচনে ২৪৯ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,৫৬৫ জন। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৪১৭ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct