ইসরাইলের সঙ্গে সখ্যতা বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আমেরিকা তাদের দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিকে। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার জানালেন তারাও তাদের দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাচ্ছেন
উল্লেখ্য ২০১৭ সালের ডিসেম্বরে মুসলিমদের কাছে অন্যতম পবিত্র শহর জেরুসলেমকে ইহুদি রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে শুধু ফিলিস্তিন নয় সারা বিশ্বের মুসলিমরা ক্ষোভ দেখিয়েছিল। তাতে অবশ্য দমেননি ট্রাম্প।
যদিও গত জুন মাসে অস্ট্রেলিয়ারপররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে জেরুসালেমে দূতাবাস সরিয়ে নেবে না তারা। দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ওই ঘোষণা দেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন এ নিয়ে বলেছেন, ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষের দ্বিপক্ষীয় সমাধান চাইবার ব্যাপারে অবশ্য অবিচল অস্ট্রেলিয়া। কিন্তু দূতাবাস সরানো হবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার নীতি পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct