দিন কয়েক আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এলাহাবাদের নাম পাল্টে রাখা হবে প্রয়াগরাজ। এবার সেই নাম পাল্টানোর ঘোষণায় সিলমোহর দিল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা। মঙ্গলবার এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগরাজ রাখার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুমোদন করে যোগী মন্ত্রিসভা। তাবে কবে থেকে এলাহাবাদের নাম পালে প্রয়াগরাজ রাখা হবে তা অবশ্য জানানো হয়নি। তবে এলাহাবাদের নাম পাল্টে রাখা হবে প্রয়াগরাজ এই ঘোষণা দেওয়ার পর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। বিভিন্ন সমাজকর্মী থেকে শুরু করে ইতিহাসবিদ এই নাম পাল্টানোর বিরোধিতা কারেছিলেন। কিন্তু তাতে কর্নপাত না করে যোগী মন্ত্রিসভা এলাহাবাদের নাম পাল্টানোর সিদ্ধান্তকেই সিলমোহর দিয়েছে।
যদিও বিজেপি সরকার আসার পরে শহরের নাম পাল্টানোর ঘটনা নতুন নয়। মুঘলসরাই স্টেশনের নাম পাল্টে রাজা হয়েছে দিন দয়াল উপাধ্যায়। এভাবে দিল্লির রাস্তার নাম পাল্টানো থেকে শুরু করে সরকারি ভবনের নামও পাল্টে চলেছে বিজেপি সরকার। বিজেপির বক্তব্য মুঘল বা মুসলিম শাসনে নাম রাখা বা মুসলিম যুক্ত নাম সরিয়ে ফেলতে হবে দেশ থেকে।