অরুণাচলের ডোকলাম সীমান্তে ফের ঢুকে পড়ল চিনা সেনাবাহিনী! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট জি জিনপিঙের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হওয়ার খবর সোমবার চীনা রাষ্ট্রদূত ঝাউউহুই দেওয়ার সন্ধিক্ষণে জানা গেল অরুণাচল ডোকলাম সীমান্তে চীনা বাহিনী ঢুকে পড়েছিল কয়েকদিন আগে।
প্রতিরক্ষা দফতর সূত্রে খবর পেয়ে স্থানীয় সূত্র সোমবার জানিয়েছে অরুণাচলের দিবাঙ উপত্যকা জেলার ডোকলাম সীমান্তে ঢুকে পড়েছিল চিনা বাহিনী। ২০১৭ সালে চীনা সেনারা ডোকলাম সীমান্তে ঢুকে পড়লে ভারতের সঙ্গে চিনের সম্পর্কে চিড় ধরেছিল। ২০১৭ সালের ১৬ জুন যন্ত্রপাতি নিয়ে চিনা সেনারা ডোকলাম ঢুকে পড়ে রাস্তা নির্মাণ শুরু করেছিল। সে সময় চিনা সেনাদের রুখতে ২৭০জন ভারতীয় সেনাকে ডোকলাম সীমান্তে সক্রিয় হতে হয়েছিল। একবছর পর চিনা সেনারা ডোকলাম সীমান্তে ঢুকে পড়ে ভারতের চিন্তা বাড়িয়ে দিল।