আফ্রিকার অন্যতম গরিব দেশসোমালিয়ার বাইদোয়া শহরে ভয়াবহ আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে শনিবার। একটি রেস্তোরাঁ ও একটি হোটেলে দুই আত্মঘাতী বোমা হামলা চালালে অন্তত ১৬ জন নিহত হয়েছে। বোমার আগাতে উড়ে যায় আত্মঘাতীরাও। আহত হয়েছে আরো ৫০ জন। শনিবার সোমালিয়ার ছোট্ট শহরে অবস্থিত যে রেস্তোরাঁ ও হোটেল দু’টিতে বোমা হামলা চালিয়েছে আত্মঘাতী বাহিনী সে দুটি হোটেল খুবই জনপ্রিয ওই এলাকায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই হামলার দায স্বীকার করেছে সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল শাবাব।
শাবাব-পন্থী এক রেডিও স্টেশনে সম্প্রচারে বলা হয়েছে, দু’টি হামলার একটি চালানো হয়েছেপ্রাক্তন সোমালি মন্ত্রী মোহাম্মদ আদেন ফারগেটির মালিকানাধীন একটি হোটেলে। তিনি নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, এক বছর আগে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি আত্মঘাতী ট্রাক-বোমা হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়। এই হামলার এক বছরপূর্তিতে দু দুটি হামলা চালানো হল। আগামী মাসে সোমালিয়া প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে জঙ্গি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে ফের সক্রিয় হতে পারে বলে আশঙ্কা করছে সোমালিয়া সরকার।