ছোট্ট শিশুটার ভাল করে বোল ফোটার আগে থেকেই আক্রান্ত দূরারোগ্য থ্যালাসেমিয়াতে। মায়ের পেট থেকে পড়েই লাগাতার সর্দি, কাশি, জ্বর। রক্ত পরীক্ষায় ধরা পড়ল শিশুটির থ্যালাসেমিয়া। মাথায় হাত গরিব দিনমজুর বাবার। কি ভাবে প্রতি মাসে দু- তিন বার করে রক্ত দেবেন ছেলেকে। ছোটাছুটি, ধার, দেনা সেই শুরু। লাগাতার পাঁচ- ছ বছর ধরে এমনটাই করে চলেছেন ভাঙড় চালতাবেড়িয়ার বাসিন্দা আতর আলি মোল্লা।অবশেষে তাঁর প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন গ্রামবাসীরা। ছোট্ট ছেলে যাতে নিশ্চিন্তে বছরভর রক্ত পেতে পারে সেজন্য রক্তদান শিবিরের আয়োজন করেছে গ্রামবাসীরা। রবিবার সেই শিবিরেই আক্রান্ত শিশুর জন্য রক্ত দেবেন শতাধিক গ্রামবাসী।
ভাঙড়ের রাজাপুর গ্রামের হত দরিদ্র দিন মজুর আতর আলির চার সন্তান। তিন মেয়ের পর আতরের স্ত্রী সাজিদা বিবি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।ধিরে ধিরে ছোট ছেলে সবার নয়নের মনি হয়ে ওঠে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধরা পড়ে দূরারোগ্য থ্যালাসেমিয়াতে আক্রান্ত ছোট্ট ইমতিয়াজ আলি মোল্লা ওরফে চাঁদ বাবু। চাঁদ বাবু কে বাঁচাতেই নতুন করে জীবন যুদ্ধ শুরু করতে হয় আতর আলি। তিনি বলেন, ‘গত ছ- সাত বছর ধরে ছেলেকে সুস্থ করতে কম ডাক্তার দেখায় নি। যে যেখানে বলেছে সেখানে ছুটে গেছি। এই করতে গিয়ে পাঁচ লাখ টাকার ওপর খরচ হয়েছে। জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে।‘
ইমতিয়াজের মা সাজিদা বিবি বলেন, ‘সরকারী হাসপাতালে দেখিয়ে ছেলে এখন অনেকটা সুস্থ আছে। কিন্তু প্রতি মাসে দু-তিন বার, কখনও চার বার ওঁকে রক্ত দিতে হয়।চিকিতসা খরচ, রক্ত জোগাড় আমরা করতে পারছি না।‘
এলাকার রাজাপুর দিলদার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনিতে পড়ে চাদবাবু। রবিবার সকালে সেই স্কুলের মাঠেই চাঁদ বাবুর সাহায্যার্থে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এ নিয়ে উতসাহের অন্তনেই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সহ পাঠীদের। পোষ্টার লাগানো, সবাইকে রক্তদান শিবিরে আশার জন্য পাড়ায় পাড়ায় প্রচার চালাচ্ছেন এলাকার যুবক আলম, কওচার, সাদ্দাম,রেজাউল,খুরিশদরা। আলম মোল্লা বলেন, ‘সরকারি ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত না পাওয়া গেলে ৮০০ থেকে ১০০০ টাকা দিয়ে রক্ত কিনতে হয় গরিব পরিবারের। আমরা চাইছি একসঙ্গে শতাধিক মানুষ রক্ত দান করে যে কার্ড পাব তা অসহায় বাবার হাতে তুলে দিতে। সেটা দিয়েই যাতে সারাবছর ওরা বিনামূল্যে রক্ত পেতে পারে।‘ ভাঙড় ১ ব্লকের বিডিও সৌগত পাত্র জানিয়েছেন ওই অসহায় পরিবারকে কোন আর্থিক সহায়তা দেওয়া যায় কিনা সেজন্য পদক্ষেপ করা হবে।
সৌজন্য: পুবের কলম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct