এশিয়ার মধ্যে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের মিসবাহ-উল-হককে টপকে এই রেকর্ড গড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিন ৪৫ রানের ইনিংস খেলে এশিয়া মধ্যে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে অধিনায়ক হিসেবে কোহলির পরিসংখ্যান ছিল- ৪১ ম্যাচে ৪,১৮৮ রান। এ ম্যাচের আগে এই তালিকায় এশিয়ার মধ্যে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মিসবাহ। ৫৬ ম্যাচে ৫১.৩৯ গড়ে ৪২১৪ রান করেন তিনি। ৪৫ রানের ইনিংসের পর মিসবাহকে টপকে যান কোহলি। তার বর্তমান রান ৪২ ম্যাচে ৪২৩৩, গড় ৬৫.১২।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct