আন্তর্জাতিক বাধাকে উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের নির্বিচারে গুলি চালানো অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় ইসরাইলি দখলদারির বিরুদ্ধে বিক্ষোভরত নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের ওপর ফের গুলি চালাল ইসরাইলি সেনারা।
শুক্রবার গাজা-ইসরাইল সীমান্তে ইসরাইলি সেনাদের এই গুলিতে কমপক্ষে ৬জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় ২০০। এ ব্যাপারে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে নিহতদের মধ্যে সবাই ফিলিস্তিনি কিশোর।
শুক্রবার ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দাবি করে বিক্ষোভে শামিল হয়। এই বিক্ষোভ অবশ্য গত ৩০ মার্চ থেকে চলছে। তবে প্রতি শুক্রবার গাজার অধিবাসীরা এই বিক্ষোভ করে থাকেন। এদিন ছিল বিক্ষোভের ২৯তম শুক্রবার।
এর আগেও শান্তিপূর্ণ মিছিলে ইসরাইলি সেনারা গুলি চালিয়ে হত্যা করেছিল। আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে রাষ্ট্রসংঘ বারবার বললেও ইসরাইল তা শুনছে না। বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরাইলের এই ভূমিকার বরাবরই প্রতিবাদ করে এসেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct