দশক ধরে আফগানিস্তানে অব্যাহত রয়েছে হিংসা। একদিকে যেমন তালিবান ও আফবান বাহিনীর সংঘর্ষ, অন্যদিকে আইএস জঙ্গীরাও সেখানে না হামলা চালাচ্ছে। ফলে মাঝখান থেকে মারা যাচ্চেন হাজার হাজার নিরীহ মানুষ। সম্প্রতি রাষ্ট্রসংঘ প্রকাশিত তথ্য আরো উদ্বেগ সৃষ্টি করছে। রাষ্ট্রসংঘ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে আফগানিস্তান নিয়ে তাতে দেখা যাচ্ছে, আফগানিস্তানে গত ৯ মাসে প্রায় আট হাজার ৫০ জন বেসামরিক হতাহত হয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পযর্ন্ত নিহত বেসামরিকের সংখ্যা ২৭৯৮। আহত হয়েছে ৫২৫২ জন। সেখানে এলাকাভিত্তিক অভিযান ও যুদ্ধে ব্যবহৃত বিস্ফোরকের অবশেষ থেকেও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। আাফগানিস্তানে নিযুক্ত রাষ্ট্রসংঘ কনস্যুলেট জানিয়েছে, এত বিপুল সংখ্যক বেসামরিক নিহত হওয়ার অন্যতম কারণ হলো বিমান হামলা ও যুদ্ধে ব্যবহৃত বিস্ফোরক। রাষ্ট্রসংঘ মহাসচিবের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত তাদামিচি ইয়ামামোটো বলেন, আফগানিস্তানে সামরিক দমনের মাধ্যমে সমস্যা মিটবে না। সবপক্ষকে শান্তিপূর্ণ সমাধানের জন্য এগিয়ে আসতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct