লেগ স্পিনের পাশাপাশি রশিদ খান তাহলে গোয়েন্দাগিরিতেও ওস্তাদ!
ভ্রুকুটির আগে ঘটনাটা শুনুন। আফগানিস্তান প্রিমিয়ার লিগে নানগারহার লেপার্ডসের হয়ে বেশ ভালো শুরু করেছেন বেন কাটিং। বল হাতে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি পাকতিয়া প্যানথার্সের বিপক্ষে ৩৯ বলে ৭১ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। কাটিংয়ের এই পারফরম্যান্সে মুগ্ধ তাঁর প্রেমিকা ইরিন হল্যান্ড। টুইটারে কাটিংয়ের পারফরম্যান্স নিয়ে নিয়মিত টুইটও করেন এই টিভি উপস্থাপিকা। এর মাঝেই আফগানিস্তান ও কাবুল জওয়ানের লেগ স্পিনার রশিদ খানকে টুইটারে মজার এক প্রস্তাব দিয়ে বসেন ইরিন, ‘আমার হয়ে কাটিংয়ের একটু দেখাশোনা করো (তাঁকে বেশি বল করো না)।’
ইরিনের এই টুইটের জবাবে রশিদও মজা নিতে ছাড়েননি। পাল্টা টুইট তাঁর জবাব, ‘অবশ্যই তাঁর দেখাশোনা করব। কিন্তু তাঁকে বলো, আমাকে যেন সুইপ না করে।’ আফগান এই লেগি কিন্তু তাঁর কথা রেখেছেন। মাঠের বাইরে রশিদ এখন কাটিংয়ের ওপর রীতিমতো গোয়েন্দাগিরি করছেন। জিমে কাটিংয়ের ঘাম ঝরানোর ছবি তুলেছেন গোপনে। সেই ছবি আবারও টুইটারে পোস্টও করেছেন ইরিনকে। তা পাওয়ার পর ইরিনের টুইট, ‘আফগান প্রিমিয়ার লিগে কাটসি (বেন কাটিং) কেমন করছে তা জানতে রশিদ খানকে গোয়েন্দা হিসেবে পাঠানো হয়েছে।’