শিখ মহিলাদের দু চাকার গাড়ি বা বাইক চালানোর জন্য মাথায় হেলমেট পড়তে লাগবে না। মাথায় শিখ প্রথা অনুযায়ী পাগড়ি থাকলেই হবে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চন্ডীগড় প্রশাসনকে এ ব্যাপারে সরকারি নির্দেশিকাকেই অনুসরণ করতে বলেছে। স্বরাষ্ট্র মন্ত্রক চন্ডীগড় প্রশাসনকে বলেছে তারা যেন দিল্লি সরকারের মোটর ভেহিকল আইন অনুসরণ করে। দিল্লি সরকারের মোটর ভেহিকল আইনে শিখ মহিলাদের দু চাকার গাড়ি চালানোর ক্ষেত্রে হেলমেট পরায় ছাড় দেওয়া হয়েছে। দিল্লি মোটর ভেহিকল আইন ১৯৯৩ এর ১১৫ ধারার সংশোধনী এনে ১৯৯৯ এর ৪ জুন দিল্লি পরিবহন দফতর নোটিফিকেশন জারি করেছে যে, শিখ মহিলাদের ক্ষেত্রে বাইক চালানোর সময় মাথায় পাগড়ি পরে থাকলে হেলমেট পরা ঐচ্ছিক, আবশ্যিক নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct