ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মাইকেল এবার আছড়ে পড়ল আমেরিকার ফ্লোরিডায়। আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল। ইতিমধ্যে এই ঝড়ের তাণ্ডবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুধু ঘূর্ণিঝড় নয় ফ্লোরিডায় প্রবল বৃষ্টিপাতে বেশ কিছু অঞ্চলের রাস্তা ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। মেক্সিকোর গলফ অঞ্চলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসে মাইকেল ঘূর্ণিঝড়। উপকূলীয় অঞ্চলে মাইকেলের প্রকোপে তাল্লাহাসি অঞ্চলে একজনের মৃত্যু হয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে, সাম্প্রতিকালে এত ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়নি ফ্লোরিডা শহর। ফ্লোরিডা ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ব্রক লং জানিয়ছেন, প্যানহ্যানডেলে ১৮৫১ সালের পর থেকে মাইকেলই সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়। তাই ফ্লোরিডা জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct