৩২ বছর ধরে মখমলের কাপড়ের উপর কুরআনের আয়াত লিখে তা সেলাই করে পূর্ণাঙ্গ কুরআন শরীফ তৈরি করলেন এক পাক রমণী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাটের হাসিন্দা নাসিমা আখতার ৩০ বছর বয়সে কুরআন লেখা শুরু করে ৬২ বছর বয়সে তা শেষ করলেন। সেই কুরআনটি গত ২১ মদিনায় মসজিদ এ নববীর কুরআন মিউজিয়ামে দান করেছেন। এর জন্য তাকে ব্যাপক প্রশংসা করেছেন আল কোরআন মিউজিয়ামের মুখপাত্র ও জনসংযোগ ব্যবস্থাপক আবদুর রহমান আল বান্না।
কুরআনটির দৈর্ঘ্য ৫৬ সেন্টিমিটার, প্রস্থ ৩৮ সেন্টিমিটার। এর ওজন ৫৫ কেজি। যে মখমলের কাপড়ে কুরআনের আয়াত বা বাণী লেখা হয়েছে তার শরিফটির দৈর্ঘ্য ৩০০ মিটার। ব্যবহার করা হয়েছে ২৫ হাজার মিটার মখমলের কাপড়।
মোট ১০টি খন্ড রয়েছে । আর প্রতিটি খন্ডে তিন পারা করে লেখা হয়েছে। এক একটি পারা লিখতে লেগেছে ২৪ পৃষ্ঠা। তবে শেষ পারাটি লিখতে লেগেছে ২৮ পৃষ্ঠা।
প্রতি পৃষ্ঠায় ১৫ লাইন করে কুরআনের আয়াত নিজের হাতে লিপিবদ্ধ করেছেন নাসিমা আখতার।
১৯৮৭ সাল থেকে টানা ১৫ বছরের প্রায় প্রতিটি দিনই কলম দিয়ে মখমলের কাপড়ের ওপর কুরআনের আয়াত লিখে গেছেন নাসিমা। তার নিজ হাতে লিপিবদ্ধ কুরআন এরপর পাকিস্তানের শীর্ষ আলেম তথা মাওলানাদের দেখিয়ে পরীক্ষা করে নিয়েছেন। যারা জানিয়ে দিয়েছেন কুরআন লিপিবদ্ধ নির্ভুল হয়েছে। এরপর লেগে পারেন6 কাপড়ে লেখা কুরআন সেলাই করার কাজে।
এর পর ১৭ বছর ধরে কুরআনের আয়াত লিখিত কাপড়গুলো সযত্নে সেলাই করেছেন।
কুরআনের আয়াত লেখা হয়েছে সবুজ রং দিয়ে। হাতেই সেলাই করা হয়েছে পুরো কুরআন। যদিও এর ওজন ৬০ কিলো। সেই কুরআনটি এখন সভা পাচ্ছে মদিনার আল কুরআন মিউজিয়ামে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct