আফগানিস্তানে আগামী ২০ অক্টোবর নির্বাচন। তার আগে আত্মঘাতী হামলা ঘটেই চলেছে। আফগানিস্তানের হেলমন্দ প্রদেশ এক নির্বাচনী সমাবেশ চলাকালীন আত্মঘাতী বোমা হামলায় এক নির্বাচনী প্রার্থীসহ অন্তত আট জন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হেলমান্ডের রাজধানী লস্কর গাহ’তে। আসন্ন নির্বাচনের প্রার্থী সালেহ মোহাম্মদ আচেকজাইয়ের বাড়ির সামনে যখন সমাবেশ চলছিল হামলা তখনই আত্মঘাতী বোমা হামলা চালায় এক ব্যক্তি।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। তারপর থেকে ইতিমধ্যে দু’ দুবার আত্মঘাতী হামলা হয়েছে। অবশ্য তালিবানরা এই নির্বাচন বয়কট করছে। তবে নির্বাচনে ২৪৯ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,৫৬৫ জন। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৪১৭ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct