বাইশ গজে ব্যাটসম্যানদের কাছে রীতিমত ত্রাস ছিলেন পাকিস্তানের তারকা পেসার শোয়ের আখতার। তবে এবার ৪৩ বছর বয়সী এই স্পিডস্টার বিশেষ একটি কারণে বিপাকে পড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ‘ডন’ বলায় সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তোপের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি শোয়েব আখতার ট্যুইটারে একটি কোলাজ পোস্ট করেন।সেখানে তাঁর বলে নাস্তানাবুদ হওয়া একাধিক ব্যাটসম্যানের ছবি রয়েছে। তার নীচে শোয়েব আখতার লেখেন,‘আমাকে সবাই ডন অফ ক্রিকেট বলেই ডাকত। কিন্তু কখনই কাউকে আঘাত করাটা উপভোগ করিনি। দেশ ও পৃথিবীর মানুষের প্রতি ভালবাসা থেকেই আমি দৌড়েছি।’ তাঁর এহেন মন্তব্যের পরপরই নেটিজেনরা শোয়েব আখতারকে তুলোধুনো করতে শুরু করেন।আখতারকে তারা মনে করিয়ে দেন, ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ‘মাস্টার-ব্লাস্টার’ শচীন তেন্ডুলকারের ধ্বংসলীলা। পাকিস্তানের বিরুদ্ধে শচীনের হাত থেকে এসেছিল ৭৫ বলে ৯৮ রানের ঝকঝকে ইনিংস। আখতার থেকে আক্রম। শচীনের প্রহার থেকে রেহাই পাননি কেউই। ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেঞ্চুরিয়নে শচীনের সেই ইনিংসের ভিডিও আখতারের পোস্টে রিটুইট হতে থাকে। সব মিলিয়ে এই মুহূর্তে বেশ বিপাকে পড়েছেন শোয়েব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct