ইন্দোনেশিয়ার পালু শহরের রেশ কাটতে লাতিন আমেরিকার দেশ হাইতিতে আছড়ে পারল ভূমিকম্প। রবিবার ৫.৯ মাত্রার তীব্র ভূমিকম্পে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। হাইতির পোর্ট ডি প্যাইক্স বন্দরের ২০ কিলোমিটার পশ্চিম-উত্তরাঞ্চলে এ ভূমিকম্প হয়। পরে আফটার শকে আবারো কেঁপে ওঠে। এ ব্যাপারে ইসিটি সরকারের এক মুখপাত্র এডি জ্যাকসন অ্যালেক্সিস জানান, ভূমিকম্পে পোর্ট-ডি প্যাইক্সে ৭ জন এবং গ্রোস-মোর্ন শহরে আরো ৪ জনের প্রাণহানি হয়েছে। সারা দেশে অনুভূত হওয়া এ ভূমিকম্পটি সকাল ৮টার দিকে ১১.৭ কিলোমিটার গভীরতা থেকে উৎপত্তি হয়। পরে রাতে অনুভূত হয় আফটার শক। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েজ এক টুইট বার্তায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পুয়োটেকসন সিভিল নামের একটি নিরাপত্তা দল উত্তর পূর্বাঞ্চলে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রোস-মোর্ন, চ্যানসোলম এবং টতুগা দ্বীপ। বেশ কিছু বাড়িঘরও ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct