২০১৬ সালে শেষ জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন পাকিস্তানের নির্ভরযোগ্য ক্রিকেটার মুহাম্মদ হাফিজ। সেবারে নিজের ইংল্যান্ডের মাটিতে সেই সিরিজে খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি এ পাকিস্তানি ওপেনার। তবুও দুই বছর পাকিস্তান দলে উপেক্ষিত তিনি। তবে আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে ঠিকই দলে ডেকেছে নির্বাচকরা। আর এদিন সিরিজের প্রথম টেস্টে ক্রিজে নেমেই নিজের জাত চিনিয়েছেন হাফিজ। ইমাম-উল-হককে নিয়ে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে হাফিজ তুলে নিয়েছেন নিজের টেস্ট কেরিয়ারের দশম সেঞ্চুরি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ব্যাট হাতে মাঠে নেমে সাবলীলভাবে খেলে গিয়েছেন তাদের দুই ওপেনার ইমাম ও হাফিজ। ২০৮ বলে ১২৬ রানের একটি ঝাঁ চকচকে ইনিংস খেলেন হাফিজ। শেষ পর্যন্ত প্রথম দিনের খেলায় ৩ উইকেট হারিয়ে পাকিস্তান নিজেদের স্কোরবোর্ডে ২৫৫ রান তুলে ফেলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct