আইসিসির পরবর্তী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের এশিয়া অঞ্চলের ম্যাচে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করলো থাইল্যান্ড। আগের দিনে কুয়ালালামপুরে সিঙ্গাপুরের বিরুদ্ধে ৩৫ রানে অলআউট হয়ে রেকর্ড গড়েছিল চীন। একদিন না যেতেই চীনের সেই রেকর্ড ভেঙে দিয়েছে থাইল্যান্ড। এদিন সেই কুয়ালালামপুরে এশিয়া অঞ্চলের ১২তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭২ তোলে নেপাল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে থাইল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৮.৫ ওভারে ১৫৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড। থাইল্যান্ডের ১৮ রানে অলআউট হয়ে যাওয়া টি-২০ ক্রিকেটর ইতিহাসে সর্বনিম্ন স্কোর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct