সারাদিন কাজে এত ব্যস্ত যে নিজের চুলের ঠিকঠাক পরিচর্যা করার সময়টাও আনেক বের করতে পাড়েন না। তারফলে চুল হয়ে পড়ে রুক্ষ। তাছাড়াও ধুলোবালি, রোদ, হেয়ার ট্রিটমেন্ট বিভিন্ন কারণে চুল রুক্ষ ও প্রাণহীন ভঙ্গুর হয়ে পড়ে। আমরা জেনে বা না জেনেও নিয়মিত চুলে ব্লো-ড্রাই, হেয়ার স্ট্রেটনার, রোলার ব্যবহার ও পার্ম করে চুলের ক্ষতি করে যাচ্ছি। আর চুল যদি রুক্ষ প্রাণহীন হয়ে পরে তাহলে কোন হেয়ার স্টাইলেই ভালো লাগে না। তাই চুল সুন্দর ও সতেজ রাখতে নিয়মিত ব্যবহার করুন মধু। মধু দিয়ে নানান রকম প্যাক বানিয়ে চুলে লাগান তাতে আপনার প্রাণহীন রুক্ষ চুল পুনরায় ঝলমলে সিল্কি হয়ে উঠবে। দেখে নিন কিভাবে মধুর এই প্যাক গুলি বানাবেন।
১. অলিভ অয়েল, ডিম ও মধুর প্যাক :
একটি বাটিতে এক টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ ডিমের কুসুম এক সঙ্গে ভালো করে ফেটে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সম্পূর্ণ চুলে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপরে যেমন সাধারণ শ্যাম্পু করেন তেমন করে ফেলুন। এই প্যাকটি চুলের আগা ফাটা প্রতিরোধ করে।
২. অলিভ অয়েল, পাকা কলা ও মধুর প্যাক :
একটি পাকা কলাকে আগে মিক্সিতে পেস্ট করে নিন। এবার তার সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ মধু দিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি লাগানোর আগে চুলকে দুই ভাগে ভাগ করে লাগান তাতে প্যাক লাগাতে সুবিধে হবে। প্যাক্টি লাগানোর ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। কলা চুলের রুক্ষতা দূর করে শাইনি ঝলমলে করে তোলে।
৩. টকদই, নারকেল তেল এবং মধুর প্যাক :
দুই টেবিল চামচ করে টক দই ও নারকেল তেল আর এক টেবিল চামচ মধু এখ সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। প্যাকটি সম্পূর্ণ চুলে ম্যাসাজ করে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এবারে হালকা গরম জল দিয়ে শ্যাম্পু করে নিন।
৪. ভেজিটেবল অয়েল ও মধুর প্যাক :
দুই টেবিল চামচ করে মধু ও ভেজিটেবিল অয়েল ভালো করে মিশিয়ে প্যাকটি বানিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। মধু আর ভেজিটেবল অয়েল চুলকে ভেতর থেকে পুষ্টি দিয়ে থাকে।
মনে রাখবেন শুধু মধু চুলে লাগাবেন না তাতে চুল আঠা আঠা হয়ে যাবে। কোন না কোন উপাদানের সঙ্গে মিশিয়ে তারপর ব্যবহার করবেন। নিয়মিত এই প্যাকগুলো ব্যবহারে করলে আপনার চুল সুন্দর ও সতেজ হয়ে উঠবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct