গতবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ গতসপ্তাহে রাশিয়ান ক্লাব মস্কোর কাছে 1-0 গোলে হেরে গিয়েছিল।এবার তারা লালিগা তে ও হেরে গেল ডিপাতিরভ আলভেস এর কাছে 1-0 গোলে। চোট আঘাতে জর্জরিত রিয়াল মাদ্রিদ আউয়ে ম্যাচে মুখোমুখি হয় আলভেসের সঙ্গে। রিয়াল মাদ্রিদ গত বেশ কয়েকটি ম্যাচে কোথা ও যেন তাদের পারফরম্যান্স এর খেই হারিয়ে ফেলেছে। আজ তারা একের পর এক গোল মিস করেছে এবং বহু সুযোগ নষ্ট করেছে, ফলে তারা তাদের মূল্যবান 3 পয়েন্ট হারিয়েছে। ম্যাচের শুরুর 9 মিনিটের মধ্যেই বেনজেমা একটা দারুন সুযোগ নষ্ট করে। হাফ টাইমের আগেই তাই বেনজিমা কে তুলে নেন কোচ। দুটো টিমই পুরো ম্যাচ ডিফেন্সিভ খেলতে থাকে।আজ দারুণভাবে গোল বার সামলেছেন আলভেস স্প্যানিশ গোলরক্ষক ফার্নান্দো পাচিয়েও। 79 মিনিটের মাথায় গ্যারেথ বেলের দুরন্ত ফ্রী কিক তিনি রুখে দেন। 90 মিনিটের খেলায় গোলশূন্য থাকার পর এক্সট্রা টাইমে আলভেস তারকা মানু গার্সিয়া দুরন্ত হেডে গোল করে আলভেসের হোম ম্যাচের জয়টি নিশ্চিত করে এবং ইতিহাস তৈরী করে দেয়। 1931 সালের পর এই প্রথম আলভেস তাদের হোম মাঠে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয়লাভ করল।A.H
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct