ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় চার মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক ভাবে এই কথা জানায়।
আহমেদ শেহজাদের এই নিষেধাজ্ঞার সময়সীমা ১০ জুলাই ২০১৮ থেকে ১০ নভেম্বর ২০১৮ পর্যন্ত। ডোপ টেস্টের নোটিশ পাওয়ার থেকেই এই সময়সীমা কার্যকর করা হয়েছে।
পাকিস্তানের ঘরোয়া লিগ ‘পাকিস্তান কাপে’ শেহজাদের শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পিসিবি। পিসিবি চেয়ারম্যান এহসান মনি ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, 'ক্রিকেটারদের নিষিদ্ধ কোন পদার্থ সেবনের ব্যাপারে আমরা এক বিন্দুও ছাড় দেব না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct