ধর্ষণে নাম জড়ানোর জন্যেই কি দল থেকে বাদ পড়েছেন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বাতিল হতে পারে নায়কের সাথে হয়ে ১০০ কোটি ডলারের চুক্তি। সেই প্রশ্ন এখন বিশ্ব ফুটবলে। কারণ, পর্তুগালের জার্সি গায়ে আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও রোনাল্ডো একেবারেই ফিট রয়েছেন তাই এ নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে ধর্ষণে অভিযুক্তের তালিকায় নাম আসায় দল থেকে বাদ পড়েছেন রোনাল্ডো। এছাড়া মার্কিন স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি জানিয়েছে, তারা তার সাথে ১০০ কোটি ডলারের চুক্তিটি নিয়ে ভাবছে। তারা এখন ধর্ষণ-অভিযোগ পর্যবেক্ষণ করে দেখছে কতটা সত্যি।
বৃহস্পতিবার পর্তুগালের জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস জানিয়ে দেন, পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ রয়েছে। কিন্তু সে দলে দেখা যাবে না জুভেন্তাসের তারকাকে। কিন্তু কেন তা নিয়ে কিছু বলেননি। সাসপেনশনের কারণে চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। পাশাপাশি সেপ্টেম্বরে ক্রোয়েশিয়া এবং ইতালির বিরুদ্ধেও খেলেননি তিনি। এবার আগামী মাসে উয়েফা ন্যাশানস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচটিতেও দলের বাইরেই থাকতে হবে তাঁকে। ফলে বিরাকের মধ্যেই রয়েছেন রোনাল্ডো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct