মালেসিয়ায় দমকলকর্মীদের সঙ্গে এক ভয়ানক দুর্ঘটনা ঘটলো। এক কিশরকে উদ্ধার করতে গিয়ে এক সঙ্গে ৬ জন দমকলকর্মীর প্রাণ গেল। মালয়েশিয়ার এক পরিত্যাক্ত খনির ডোবায় একটি কিশোর পড়ে যাওয়ার খবর পেয়ে দমকলকর্মীরা সেখানে উদ্ধার করতে যান। কিন্তু ডোবায় নামার কিছুক্ষণ পরই তাদের সঙ্গেই দুর্ঘটনা ঘটেগেল। কারণ সেখানে জলের স্রোত এতো বেশি ছিল যে তাদের জরুরী আলো বন্ধ হয়ে যায়।
দমকল কর্মীরা জানান যে প্রথমত জায়গাটি ছিল গভীর অন্ধকার। জলের স্রোতও ছিল খুব শক্তিশালী। দমকলকর্মীরা একসঙ্গে বন্ধন করে বালকটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদের ধারণা ছিল কিশোরটি প্রবাহের মুখে থাকা গেটে আটকে আছে।
তারমধ্যেই জলের প্রচণ্ড স্রোতে তাদের সবাইকে ডোবার মাঝে ঘূর্ণিজলে টেনে নিয়ে যায়। দমকল কর্মীরা যেহেতু ডুবুরির যন্ত্রপাতি সঙ্গে নিয়ে যায়নি তাই সেখানে সবাই ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ার ফায়ার সার্ভিসের মহাপরিচালক হামদান ওয়াহিদ জানান, এক সঙ্গে এক ঘটনায় এত বেশি দমকল কর্মীর আর কখনও প্রাণ যায়নি। তিনি তাদের জানাজায় অংশ নিচ্ছিলেন।
তবে সেই কিশোরকে এখনও উদ্ধার করা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct