যেসব ডাক্তারদের হাতের লেখা খুবই বাজে তারা সাবধান। প্রেসক্রিপশানে ডাক্তারের হাতের লেখা বুঝতে না পরলে বিপদ হতে পারে! আদালতে শরণাপন্ন হলে হতে পারে জরিমানা। হ্যাঁ, সত্যি। এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের এলাহাবাদে। বাজে হাতের লেখার জন্য বুধবার এলাহাবাদ হাইকোর্ট তিনজন ডাক্তারকে ৫ হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে।
উত্তরপ্রদেশের সীতাপুর, গোন্ডা ও উন্নাও থেকে অভিযোগ আসে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন বোঝা যাচ্ছে না হাতের লেখা বাজে বলে। তা নিয়ে মামলা হয় এলাহাবাদ হাইকোর্টে। বুধবার শুনানি হয়। সেই শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় বুধবার। তাতে অভিযুক্ত তিন চিকিৎসক সীতাপুরের ডা. পি কে গোয়েল, গোন্ডার ডা. আশিস সাক্সেনা ও উন্নাওয়ের ডা. টি পি জয়সওয়ালকে বিচারপতি অজয় লাম্বা ও বিচারপতি সঞ্জয় হারকাউলির গঠিত বেঞ্চ প্রত্যেককে ৫০০০ টাকা করে জমিরমানার নির্দেশ সেই সঙ্গে আদালত অভিযুক্ত ডাক্তারদের সতর্ক করে দিয়েছে ভবিষ্যতে যাতে হাতের লেখা সুন্দর করেন। যদি তা না হয় তাহলে কম্পেউটারে টাইপ করে প্রেসক্রিপশন লেখার পরামর্শ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct