এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার হলেন ইমরান তাহির। আগামী বছরই ৪০-এ পা রাখতে চলেছেন তিনি। তবুও খেলোয়াড়ী কেরিয়ারে এনও ছেদ পড়েনি। এখনও খেলে যেতে চান যতোদিন পারা যায়। তবে ২০১৯ সালে আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা ট্রফি জিতলে খুশি খুশি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন তাহির। জিম্বাবোয়ে বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের আগে সাংবাদিক সম্মেলনে ইমরান তাহির বলেন, 'যতোদূর সম্ভব আমি জাতীয় দলের হয়ে খেলে যেতে চাই। আমি নিশ্চিত করতে চাই খেলাটাকে উপভোগ করি এবং দল আমার কাছে যা চায় তা দেওয়ার চেষ্টা করি। আমি দলে আরও অনেকদিন থাকতে চাই না। সসম্মানেই বিদায় নিতে চাই।' একটু থেমে, 'অবসর নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি। এই মুহূ্র্তে আমি খেলাকে ভালোবাসি। একটা জিনিস বলতে পারি, যদি আমরা বিশ্বকাপ জিতি, তাহলে সেদিনই ক্রিকেটকে আলবিদা বলে দেব।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct