এক আধটা গরু নয়, ৮৩টি গরু আটক করেছিল অসমের উত্তর গুয়াহাটির চাংসারি থানার পুলিশ। তারপর তার দেখভাল করতে গিয়ে নাস্তানাবুদ পুলিশরা। কীভাবে তাদের খাওয়াবে, আর কেই বা তোদের দেখবে না নিযে পড়েছে মুশকিলে। কারণ, কোনও গোশালার মালিক এত গরুকে রাখতে রাজি নয়। ফলে ওষ্ঠাগত প্রাণ থানার অফিসারদের। ইতিমধ্যে দুটি গরু মরে যাওয়ায় তাদের আশঙ্কার শেষ নেই। পাঁচজন পুলিশ ও আর ছজন মিলেও সামাল দিতে পারছে না।সেপ্টেম্বর মাসের ১০ তারিখে অসম, হরিয়ানা ও বিহারের নাম্বার প্লেট লাগানো ট্রাক আটক করে এই গরুগুলিকে পুলিশ থানার হেফাজতে নেয়।
চাংসারি থানার ওসি ভদ্রেশ্বর পেগু জানিয়েছেন, ট্রাকের মালিকের খোঁজ পাওয়া যায়নি। ড্রাইভারকে আটক করে মালিকের নাম জানা গেলেও তার হদিশ পাওয়া যায়নি।
তিনি জানান কিছু দেশি গরু ও কিছু জার্সি গরু ছিল। তাদেরকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল।মূলত কসাইখানার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে। ওসি আরও জানান, আটক গরুগুলিকে খাওয়ানোর জন্য বজরং দলের স্থানীয় শাখা সাহায্য করছে। কিন্তু গরু মৃত্যুর ঘটনা তাদেরকে বেকায়দায় যেমন ফেলছে তেমনি কি করে গরুগুলিকে দীর্ঘদিন খাবার দেওয়া যাবে সেই চিন্তা রয়ে গেছে। কারণ, প্রতিদিন ৮গটি গরুর খাবারের জোগান দেওয়ার জন্য প্রচুর অর্থের প্রয়ো্জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct