আজ বুধবার মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা গ্রেফতার করেছে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের স্ত্রী রোশমাহ মনসুরকে। তাকে গ্রেফতার করা হয়েছে অর্থ কেলেঙ্কারির দায়ে। তার স্বামীর বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
এই বছর মে মাসে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন হয়। তাতে ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মাদের জোটের কাছে হার মানে নাজিব রাজাকের বারিসান নাশিওনাল। ড. মাহাথির মোহাম্মাদের জোট ১২১টি আসন পায় অপর দিকে বারিসান নাশিওনাল ৭৯টি আসন পায়।
প্রধানমন্ত্রী থাকাকালিন নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠে। তারফলে মালয়েশিয়া অর্থনৈতিক ধসের মুখে পড়ে। সদ্য বিজয়ী মাহাথির মোহাম্মদ ওইসব দুর্নীতির বিচার করার ইঙ্গিত দিয়েছেন।