ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আউট করার স্বপ্ন কমবেশি বিশ্বের সব বোলারই দেখে থাকেন। দশ বছর আগে সেই স্বপ্ন দেখেছিলেন হংকং-এর স্পিনার এহসান খান। এবারের এশিয়া কাপে সেই স্বপ্নপূরণ হলো তাঁর। দশ বছর আগে অর্থাৎ ২০০৮ সালে এশিয়া কাপের আসর বসেছিল পাকিস্তানে। সেই বছরের ২৫ জুন খেলা হয়েছিল ভারত ও হংকংয়ের মধ্যে। সেটাই ছিল হংকংয়ের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। ভারত প্রথমে ব্যাট করে ৩৭৪ রান তোলে।সে ম্যাচে ধোনি ১০৯ রানের ইনিংস খেলেছিলেন।রাওয়ালপিণ্ডিতে সেই ম্যাচ দেখেছিলেন এহসান। খেলা দেখতে দেখতেই সেদিন তিনি শপথ নিয়েছিলেন একদিন ধোনির উইকেট তুলে নেবেন। দশ বছর পর সেই স্বপ্ন সফল হয় এহসানের। এবারের এশিয়া কাপেই দেখা হয়েছিল হংকং ও ভারতের। সেই ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিযান শুরু করেছিল রোহিত শর্মার ভারতীয় দল। ম্যাচে নজর কাড়েন হংকংয়ের এহসান খান, নিজাকত খান। ধোনিকে শূন্য রানে ফেরত পাঠান এহসান। আর তারপর ক্রিজেই পবিত্র আল্লাহকে ধন্যবাদ জানিয়ে এহসান সেজদাহ করেন।এহসানের জন্ম পাকিস্তানে। ১৯৯৯ সালে রাওয়াপিন্ডি অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। ২০০২ সালে পাকিস্তান ছেড়ে এহসান চলে যান হংকংয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct